শিরোনাম
আদিলুরকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া
প্রকাশ : ২০ জুলাই ২০১৭, ২৩:১৯
আদিলুরকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মানবাধিকার সংগঠন ‌অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।


বৃহস্পতিবার ভোরে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়ালালামপুরে পৌঁছানোর পর অভিবাসন পুলিশ তাঁকে সেখানে আটকে রাখে। এরপর রাতে ওই উড়োজাহাজ সংস্থার ফিরতি ফ্লাইটে তাকে ঢাকায় ফেরত পাঠানো হয়।


অধিকারের পরিচালক নাসিরউদ্দিন এলান রাতে এ তথ্য জানান। তিনি বলেন, অ্যান্টি-ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক (এপিডিএন) আয়োজিত মৃত্যুদণ্ড রহিত করার বিষয়ে দুই দিনের এক সেমিনারে যোগ দিতে বৃহস্পতিবার মালয়েশিয়ায় পৌঁছান আদিলুর রহমান খান। শুক্রবার থেকে ওই সেমিনার শুরুর কথা।


কুয়ালালামপুর থেকে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বৃহস্পতিবার ভোরে কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছানোর পর আদিলুর রহমান খানকে আটক করা হয়।


স্থানীয় মানবাধিকার সংগঠন সুয়ারা রায়কাত মালয়েশিয়া (সুয়ারাম) এক বিবৃতিতে জানায়, তাকে আটকের পর বিমানবন্দরে অভিবাসন পুলিশের হাজতে রাখা হয়। সংগঠনটি অবিলম্বে তাকে ছেড়ে দেয়ার দাবি জানায়।


এ ছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক) আদিলুর রহমানকে মালয়েশিয়ার বিমানবন্দরে আটকের ঘটনায় উদ্বেগ জানিয়ে তাকে দ্রুত ছেড়ে দেয়ার দাবি জানায়।


মালয়েশিয়া কর্তৃপক্ষ প্রায়ই বিদেশের গণতন্ত্রকামী কর্মীদের কোনো ব্যাখ্যা ছাড়াই সে দেশে ঢুকতে বাধা দেয়।


বিবার্তা/রোকন/কাফী


>>অধিকারের সম্পাদক আদিলুর রহমান মালয়েশিয়ায় আটক

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com