শিরোনাম
ট্যাক্স কার্ড পাবে ১২৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৬, ১৪:২৬
ট্যাক্স কার্ড পাবে ১২৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আয়কর প্রদানে উৎসাহিত করতে ট্যাক্স কার্ডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আগে ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই কার্ড প্রদান করা হলেও তার সংখ্যা বাড়িয়ে এবার ১২৫ করা হয়েছে।


সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) এর খসড়া অনুমোদন দেয়া হয়।


বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের এ সব তথ্য জানান।


তিনি বলেন, আগে ১০ জন ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড প্রদান করা হতো। কিন্তু করদাতাদের উৎসাহিত করতে এর সংখ্যা বাড়ানো হয়েছে। আগামী বছর থেকে ৬৪ জন ব্যক্তি ও ৫০ কোম্পানীকে এ কার্ড প্রদান করা হবে। আর অন্যান্য ক্যাটাগরিতে ১১টি কার্ড দেয়া হবে।


তিনি আরও জানান, বিভিন্ন ক্যাটাগরিতে এই ট্যাক্স কার্ড দেয়া হবে। প্রতিটি ক্যাটাগরিতে যারা সর্বোচ্চ করদাতা হবেন তারাই এই কার্ড পাবেন।


কার্ডধারীরা বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা পাবেন উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কার্ডধারীরা রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ, টিকেট প্রাপ্তিতে অগ্রাধিকার, হোটেল বিকিংয়ে অগ্রাধিকার, বিমানবন্দরের সিআইপি লাউঞ্জ ব্যবহার, সরকারি মেডিকেলে কেবিন সুবিধা পাবেন।


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে ১০৮ রানে পরাজিত করায় জয়লাভ করা মন্ত্রিসভার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।


বিবার্তা/রাসেল/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com