শিরোনাম
‘নির্বাচন ইসির অধীনেই, বর্তমান সরকারই সহায়ক’
প্রকাশ : ২৭ জুন ২০১৭, ১৫:৪৩
‘নির্বাচন ইসির অধীনেই, বর্তমান সরকারই সহায়ক’
ফাইল ফটো
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নির্বাচন কমিশনের (ইসি) অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


নির্বাচন কমিশন নির্বাচনের পুরো দায়িত্ব পালন করবেন এবং ওই সময়ে শেখ হাসিনার সরকারই সহায়ক সরকারের ভূমিকা পালন করবে।


মঙ্গলবার দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে গোমতি সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


নির্বাচনকালে সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা -এমন প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, প্রত্যেকেই সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের প্রয়োজন অনুযায়ী প্রত্যেকে দায়িত্ব পালন করবেন।


কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনের এমপি মো. আমির হোসেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সওজ বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com