শিরোনাম
হানিফ ফ্লাইওভার বন্ধ, গুলিস্তানে যানজট
প্রকাশ : ২০ জুন ২০১৬, ১৬:১৮
হানিফ ফ্লাইওভার বন্ধ, গুলিস্তানে যানজট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পরিবহন শ্রমিকদের একটি কার্যালয় দখল নিয়ে বিরোধের জেরে বাস রেখে বন্ধ করে দেয়া হয়েছে মেয়র হানিফ ফ্লাইওভার।



যাত্রাবাড়ী থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, সোমবার দুপুর ১২টার দিকে বঙ্গভবনের পূর্ব দিকে একটি অফিসের দখল নিয়ে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর থেকে গুলিস্তান থেকে যাত্রাবাড়ীর পথে ফ্লাইওভারের উপর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।



ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যানচলাচল ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা বলেন, ‘শ্রমিকরা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের উপরে আড়াআড়ি করে বাস রেখে পথ আটকে দিয়েছে।’



এদিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পাশে ও সায়দাবাদ বাস টার্মিনালের সামনের সড়কও বাস রেখে আটকে দেয়া হয়েছে।



যাত্রাবাড়ী থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের সময় যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।



বিবার্তা/আছিয়া/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com