শিরোনাম
সহিংসতা রোধে পরিবারের ভূমিকাই মুখ্য: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ১৫:৫৭
সহিংসতা রোধে পরিবারের ভূমিকাই মুখ্য: স্বাস্থ্যমন্ত্রী
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, সহিংসতা রোধে পরিবারের ভূমিকাই মুখ্য। মানসিক অসুস্থতা সমাজের সহিংসতা বৃদ্ধির মূল কারণ।


দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সেমিনারে শুক্রবার তিনি এ কথা বলেন।


‘ আগ্রাসন ও সহিংসতার মনস্তত্ত্ব’ বিষয়ক সেমিনারের যৌথ আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি।


মন্ত্রী বলেন, মানসিক অসুস্থতায় বাবা-মা সন্তানকে হত্যা করছে এবং সন্তান বাবা-মাকে হত্যা করছে।


সমাজের বিত্তবানদের প্রতি প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সকলে যদি এই প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশে দাঁড়াই তবে তারা অবহেলিত থাকবে না।


মানসিক স্বাস্থ্যের উন্নতির মাধ্যমে দেশের জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এ সেমিনারের প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ডিরেক্টর প্রফেসর ডা. এম এ হামিদ।


অনুষ্ঠানের শুরুতে ‘আগ্রাসন ও সহিংসতার মনস্তত্ত্ব’ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. মাহমুদুর রহমান।


নিজের প্রতিবন্ধী সন্তানের কথা উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেন, বাংলাদেশের প্রত্যেক স্কুলের জন্য সাইকোলজিস্ট দরকার। এ জন্য সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশের ৬৪ জেলায় মানসিক স্বাস্থ্য উন্নয়নে ট্রমা সেন্টার গঠন করার কথা জানান তিনি।


এছাড়াও তিনি আরো বলেন, শুধু শারীরিক সুস্থতাই সুস্থতা নয়। মানসিক সুস্থতা না থাকলে দেশের উন্নয়ন সম্ভব না।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আমাদের মানসিক স্বাস্থ্যের অবস্থান অনেক নিচের পর্যায়ে। এখনও পাঁচ বছরের শিশু পাশবিক নির্যাতনের স্বীকার হয়। সন্ত্রাস-জুঙ্গিবাদ মানসিকভাবে অসুস্থ করে তোলে। তাই এসব পরিহার করতে হবে।


ঢাবিতে প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা আছে জানিয়ে তিনি বলেন, ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে প্রতিবন্ধীদের পড়ার ব্যবস্থা আছে। ক্লিনিকাল সাইকোলজি বিভাগ আছে পরামর্শ নেয়ার।


বিবার্তা/লাভলু/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com