শিরোনাম
পদ্মাসেতু প্রকল্পে বরাদ্দ ৫ হাজার ৫২৪ কোটি টাকা
প্রকাশ : ০১ জুন ২০১৭, ২৩:২৫
পদ্মাসেতু প্রকল্পে বরাদ্দ ৫ হাজার ৫২৪ কোটি টাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) পদ্মাসেতু প্রকল্পের জন্য ৫ হাজার ৫২৪ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।


চলতি অর্থবছরের (২০১৬-১৭) সংশোধিত এডিপিতে এ প্রকল্পের অনুকূলে বরাদ্দ ছিল ৪ হাজার ৬৭৪ কোটি ১০ লাখ টাকা। চলতি অর্থবছরের চেয়ে আগামী ২০১৭-১৮ অর্থবছরে ৮৫০ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ বাড়ছে।


বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পদ্মাসেতুসহ উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দের কথা জানান।


অর্থমন্ত্রী বলেন, আগামী ২০১৭-১৮ অর্থবছর পদ্মাসেতু প্রকল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০১৮ সালের মধ্যে এই সেতু দিয়ে যানবাহন চলাচলের পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্য পূরণ করতে বরাদ্দ দেওয়া হয়েছে।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com