শিরোনাম
বিশুদ্ধ পানি নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ২১:৩২
বিশুদ্ধ পানি নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মােশাররফ হোসেন বলেছেন, জনবহুল এ দেশে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করা একটি বড় চ্যালঞ্জ। সরকার সব চ্যালঞ্জ মােকাবেলায় কাজ করছে।


তিনি বলেন, মানুষর জীবনে নিরাপদ সুপেয় পানি প্রাপ্তি মৌলিক ও মানবিক অধিকার। স্বাস্থ্য সুরক্ষার জন্য এর বিকল্প নেই।


বৃহস্পতিবার সােনারগাঁও হােটেলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর যৌথ উদ্যাগে দিনব্যাপী আয়ােজিত Drinking Water Safety: Priorities for Achieving the SDG শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে আমাদের নিরাপদ খাবার পানির নিশ্চয়তা দিতে হবে। বর্তমানে বাংলাদেশে নির্ভরযােগ্য পানির উৎস শতকরা ৮৭ ভাগ, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় গুরুত্বপূর্ণ অর্জন। নিরাপদ সুপেয় পানি নিশ্চিত ও স্যানিটেশনের ক্ষেত্রো বাংলাদেশের উল্লেখযােগ্য অগ্রগতি হয়েছে এবং বর্তমানেও সরকার এ নিয়ে কাজ করে যাচ্ছে।


নিরাপদ পানি নিশ্চিতে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপর কথা তুল ধরে তিনি বলেন, আমরা বর্তমান ৮০ ভাগ পানি ভূ-গর্ভ উৎস থেকে সরবরাহ করা হয়। আর ২০ ভাগ ভূ-উপরি উৎস থেকে করা হয়।


এ কারণ আমাদের পানির স্তর নিচে চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে পুরাে দেশ এক সময় মরুভূমি হয়ে যাবে। এসব বিবেচনায় আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে ৮০ ভাগ পানি ভূ-উপরি উৎস হতে সরবরাহ করা হবে। এরপরেও পানির যদি প্রয়ােজন হয় তাহলে ২০ ভাগ ভূ-গর্ভ উৎস থেকে সরবরাহ করা হবে। এজন্য মেগা পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।


তিনি অারো জানান, ঢাকার আশেপাশে অনেক খাল, ঝিল, জলাধার, পুকুর প্রভাবশালীরা দখল করছে। তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা যারা খাল, বিল, ঝিল, জলাধার, পুকুর দখল করে রেখেছেন সেগুলাের দখল ছেড়ে দেন। আমাদের বাঁচার জন্যই এসব সংরক্ষণ করতে হবে।


বিবার্তা/রাসেল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com