শিরোনাম
বিশ্ব শান্তিরক্ষায় দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে : প্রধানমন্ত্রী
প্রকাশ : ২৮ মে ২০১৭, ১৭:২৭
বিশ্ব শান্তিরক্ষায় দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে : প্রধানমন্ত্রী
ফাইল ফটো
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতা দ্বারা সারাবিশ্বের শান্তিরক্ষায় আরো কার্যকর ভূমিকা রাখবেন।আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রবিবার দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।


শেখ হাসিনা বলেন, শান্তিরক্ষা বাহিনীর সদস্যরা বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবেন। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রতি আমাদের অব্যাহত সমর্থন রয়েছে।


তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে সৈন্য প্রেরণের ক্ষেত্রে বাংলাদেশ বর্তমানে অন্যতম শীর্ষস্থানীয় দেশ। শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশের সদস্যরা বিপদসঙ্কুল এবং সংঘাতপূর্ণ এলাকায় নিয়োজিত থাকেন। বাংলাদেশের শান্তিরক্ষীদের দৃষ্টান্তমূলক সেবা, কঠোর পরিশ্রম, আত্মত্যাগ, নিঃসার্থ মনোভাব ও সাহসিকতা আজ বিশ্ব দরবারে প্রশংসিত।


দিবসটি উপলক্ষে শেখ হাসিনা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সকল বাংলাদেশী সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।


একই সাথে তিনি শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা, আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com