শিরোনাম
পুলিশকে আরো দায়িত্বশীল আচরণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ২০:১৮
পুলিশকে আরো দায়িত্বশীল আচরণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ বাহিনীতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন হয়েছে। জনসেবাধর্মী পুলিশি ব্যবস্থা ধরে রাখার জন্য পুলিশকে আরো দায়িত্বশীল আচরণ করতে হবে।


বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদরদপ্তরে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশপ্রেম ও দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে জঙ্গি দমনে পুলিশ যে সাফল্য দেখিয়েছে তা প্রশংসার। পুলিশকে আরো সেবাধর্মী হতে হবে।


তিনি আরও বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না। আমাদের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


পর্যালোচনা সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, মাদকদ্রব্যের চোরাচালান নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা বাড়াতে হবে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে।


এতে পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ সদরদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/সুভাষ/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com