শিরোনাম
রাজধানীতে গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার
প্রকাশ : ২৭ মে ২০১৭, ২৩:৩৯
রাজধানীতে গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর ইন্দিরা রোডের একটি ফ্ল্যাট বাসা থেকে মুক্তা (১৮) নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।


ইন্দিরা রোডের ত্রয়ী নীড়ের দ্বিতীয় তলা বি-১ ইউনিটে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন মুক্তা। শনিবার বিকেলে গৃহকর্তী রুবিনার ছোট বোন ফাতেমা আক্তার তার এক বছরের সন্তান আরাফাতের ফিডার ধুয়ে দিতে বলেন মুক্তাকে। কিন্তু মুক্তা ফিডার না ধুয়ে অন্য কাজ করার কথা বলে। এ নিয়ে ফাতেমা মুক্তাকে বকাবকি করে। এরপর দুপুর ২টার দিকে মুক্তা বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়।


মুক্তা দরজা না খোলায় জানালা দিয়ে দেখা যায় সে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। এরপর একজন মিস্ত্রি ডেকে এনে দরজা ভেঙে তাকে নামিয়ে পান্থপথ শমরিতা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুক্তাকে মৃত ঘোষণা করেন।


শেরেবাংলা নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুক্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।


বিবার্তা/সোহেল/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com