শিরোনাম
রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে এসপিবিএন সদস্যের মৃত্যু
প্রকাশ : ২৭ মে ২০১৭, ০৪:৫৪
রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে এসপিবিএন সদস্যের মৃত্যু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকায় গণভবনের পাশে দায়িত্বরত স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) নায়েক আতিকুর রহমান গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।


শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. জেসমিন নাহার জানান, রাত দেড়টার দিকে নায়েক আতিকুরকে মৃত ঘোষণা করা হয়েছে।


এর আগে রাত ১২টার দিকে গণভবনের উত্তর গেট (মসজিদ সংলগ্ন) এলাকায় দায়িত্বপালনের সময় গুলিবিদ্ধ হন তিনি। মৃত আতিকুরের সহকর্মীরা জানিয়েছেন, নিজের রাইফেলের গুলিতেই আহত হন তিনি।


এসপিবিএন সদস্যদের বরাত দিয়ে রাজধানীর শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস বলেন, দায়িত্বরত অবস্থায় অসাবধানতাবশত মিস ফায়ারে আতিকুরের ডান বুকে গুলি লাগে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com