শিরোনাম
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়
প্রকাশ : ২৬ মে ২০১৭, ১৬:৫৯
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

শনিবার নাকি রবিবার কবে থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ বসছে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা।


শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের (বায়তুল মোকাররম) সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।


বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে তা জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।


টেলিফোন নম্বরগুলো হলো- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।


বিবার্তা/বিজ্ঞপ্তি/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com