শিরোনাম
ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ
প্রকাশ : ২৬ মে ২০১৭, ০৪:২৫
ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

‘শাহবাগের আন্দোলনকারীরা’ ভাস্কর্য অপসারণের প্রতিবাদে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন।


বৃহস্পতিবার দিবাগত রাত থেকে এই বিক্ষোভ করছেন তারা। ২টা ৫ মিনিট থেকে তারা এখানে জমায়েত হন। তাদের দাবি, হেফাজতের কথায় ওই ভাস্কর্য অপসারণ করা যাবে না।


বিক্ষোভকারীদের পক্ষে উদীচী শিল্পী গোষ্ঠীর সম্পাদক মণ্ডলীর সদস্য আরিফ নূর বলেন, ‘আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছি, আজকের এ ঘটনা স্বাধীনতার সঙ্গে প্রতারণা। হেফাজতের কথা শুনে তারা এ প্রতারণার কাজ করছে।’


যতক্ষণ পর্যন্ত এ ভাস্কর্য সরানোর অবস্থান থেকে সরকার সরে না আসবে, ততক্ষণ তারা সেখানে অবস্থান করবেন বলেও জানান তিনি।


এক পর্যায়ে সুপ্রিম কোর্টের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে বিক্ষোভকারীরা।


বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন, ‘ভেঙে দাও, গুড়িয়ে দাও, হেফাজতের আস্তানা’, ‘আপোস না রাজপথ, রাজপথ রাজপথ’।


ছাত্র ইউনিয়ন, উদীচীসহ কয়েকটি ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এ বিক্ষোভে যোগ দিয়েছেন। এর বাইরে কয়েকজন ব্যক্তিগতভাবেও বিক্ষোভে যোগ দিয়েছেন বলে জানা গেছে। তারা হাইকোর্টের সামনের রাস্তাটির একপাশের যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছেন।


বিবার্তা/আকবর/হোসেন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com