শিরোনাম
‘চাঁপাইয়ে আটক জঙ্গিরা নব্য জেএমবি’
প্রকাশ : ২৪ মে ২০১৭, ১৫:৩২
‘চাঁপাইয়ে আটক জঙ্গিরা নব্য জেএমবি’
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জ থেকে আটক তিন জঙ্গি নব্য জেএমবির সদস্য বলে জানিয়েছেন র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম। অভিযান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আটকদের সাংগঠনিক পরিচয় নিশ্চিত করেন তিনি।


লে. কর্নেল মাহবুবুল আলম জানান, তারা দুর্ধর্ষ প্রকৃতির জঙ্গি। অস্ত্র ও গোলাবারুদ মজুদ এবং তা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার জন্যই তারা এ সীমান্ত এলাকাকে বেছে নিয়েছে। আটক জঙ্গিরা ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের পরিকল্পনা নস্যাৎ করে দেয়া হয়েছে। তবে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাদের র‌্যাব হেফাজতে নেয়া হবে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা হবে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদনও জানানো হবে বলে জানান লে. কর্নেল মাহবুবুল আলম।


এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলার তিন বাড়িতে র‌্যাবের অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। পরে ব্রিফিং করেন র‌্যাব-৫ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম।


তিনি জানান, অভিযানে তিনটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, আট রাউন্ড গুলি, একটি শুটারগান এবং এক রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল ও তিন কেজি গানপাউডারসহ তিনজনকে আটক করা হয়েছে।


আটকরা হলেন চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের শিমুলতলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আবদুস শুকুর ওরফে শুকুদ্দী (৩৩), চকপুস্তমপুর গ্রামের টুলু মোড়ালের ছেলে সাইফুল আলম (৪৩) ও রাজারামপুর বালুগামের মৃত আবদুল কুদ্দুসের ছেলে জাহাঙ্গীর আলম (৪৪)।


এর আগে মঙ্গলবার রাতে ওই উপজেলা থেকে অস্ত্র ও বিস্ফোরকসহ তিন ব্যক্তিকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী তিনটি বাড়ি ঘেরাও করে র‍্যাব।


চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ এর অধিনায়ক এনামুল করিম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে তিন ব্যক্তিকে গোমস্তাপুর উপজেলার বাজারপাড়া এলাকা থেকে আটক করা হয়। তাঁদের দেয়া তথ্য অনুযায়ী জঙ্গি আস্তানা সন্দেহে তিনটি বাড়ি ঘিরে রাখা হয়েছে।


র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার নূরে আলম জানান, র‌্যাব-৫ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।


পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রথমে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের চানপুর এলাকার আব্দুর মজিদ তানুর বাড়িতে অভিযান চালিয়ে তানুকে আটক করে র‌্যাব। সকাল সাড়ে ৯টার দিকে এ বাড়িতে অভিযান শেষ করে র‌্যাব। পরে অবশ্য তানুকে আটক করার ব্যাপারে কোনো তথ্য দেয়নি র‌্যাব। এরপর র‌্যাব সদস্যরা গোমস্তাপুর উপজেলার চকপুস্তম গ্রামের এজাবুল হক, শিমুলতলা গ্রামের আবদুস শুকুর এবং ফোরশেদপুর গ্রামের আফজালের বাড়িতে অভিযান শুরু করে। সকাল সাড়ে ১০টা থেকে সোয়া ১১টার মধ্যে এসব স্পটে অভিযান শেষ হয়।


তিনি বলেন, একটি আমবাগানে জঙ্গিরা বৈঠক করবে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে র‌্যাব। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এরপর চারটি পয়েন্টে তল্লাশি চৌকি বসানো হয়। ভোরের দিকে রুহুলপুর থেকে শুকুদ্দী, সাইফুল ও জাহাঙ্গীরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তাদের বাড়ি গোমস্তাপুরে।


এছাড়া বুধবার ভোর ৪টার দিকে গোমস্তাপুরের রহনপুর বাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নব্য জেএমবির ওই তিন সদস্যকে আটক করে র‌্যাব। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গান পাউডার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়।


বিবার্তা/জেমি/জিয়া


>>চাঁপাইয়ে ৩ বাড়িতে অভিযান সমাপ্ত





সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com