শিরোনাম
মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ডিএনসিসি
প্রকাশ : ২২ মে ২০১৭, ০১:৩৯
মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ডিএনসিসি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের পল্লবী ২ নম্বর অ্যাভিনিউতে অবৈধভাবে স্থাপিত ৩০টি স্থায়ী স্থাপনা ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।


রবিবার দুপুরে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।


ডিএনসিসি সূত্র জানায়, অবাঙালি পরিচয়ে স্থানীয় বাঙালিরাই দীর্ঘ প্রায় ২০ বছর ধরে এসব জায়গা অবৈধভাবে দখল করে রেখেছিলেন। এ উচ্ছেদের ফলে ডিএনসিসির নর্দমা ও ফুটপাতসহ সড়ক প্রশস্তকরণের চলমান কাজে আর বাধা নেই।


ডিএনসিসির এ অভিযানে অন্যের মধ্যে স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ নান্নু, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ আনোয়ারল ইসলাম, মহাব্যবস্থাপক (পরিবহন) লে. কর্নেল এম এম সাবের সুলতান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) লে. কর্নেল মো. আজাদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মো. শরীফ উদ্দিন এবং অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সায়মা আফরোজ উপস্থিত ছিলেন।


বিবার্তা/সোহেল/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com