শিরোনাম
হাসপাতালে হামলা ও চিকিৎসক গ্রেফতারের প্রতিবাদ
প্রকাশ : ২১ মে ২০১৭, ২০:১০
হাসপাতালে হামলা ও চিকিৎসক গ্রেফতারের প্রতিবাদ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সম্প্রতি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে হামলা এবং বিনা তদন্তে চিকিৎসকদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিশু চিকিৎসকদের সমিতি বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন (বিপিএ)।


সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা ও সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ কে আজাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, চিকিৎসায় অবহেলায় কোনো রোগীর মৃত্যু কখনোই কাম্য নয়। আমরা রোগীর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। কিন্তু চিকিৎসা অবহেলার তদন্ত না করেই চিকিৎসককে গ্রেফতার, স্বাস্থ্যকর্মীর ওপর হামলা এবং চিকিৎসাপ্রতিষ্ঠান ভাংচুর গোটা চিকিৎসক সমাজকে ক্ষুব্ধ করেছে।


তারা বলেন, কোনো অবহেলা ঘটে থাকলে তদন্তসাপেক্ষে তার বিচার হোক। তবে এভাবে নৈরাজ্য চলতে থাকলে মেধাবীরা চিকিৎসা পেশার প্রতি আগ্রহ হারাবেন এবং একই সঙ্গে নিরাপত্তাহীনতার কারণে চিকিৎসাসেবা ব্যাহত হবে।


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com