শিরোনাম
সাইফুরসের প্রধান কার্যালয় ঘেরাও
প্রকাশ : ২০ মে ২০১৭, ১২:৪৯
সাইফুরসের প্রধান কার্যালয় ঘেরাও
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর পান্থপথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণ সেন্টার সাইফুরসের প্রধান কার্যালয় ঘেরাও করে রেখেছে বকেয়া বেতনের দাবিতে ভুক্তভোগী প্রায় সাড়ে চারশ’।


শনিবার সকাল ১০টার দিকে পান্থপথের গুডলাক সেন্টারের চতুর্থতলায় প্রতিষ্ঠানটির চেয়ারপারসন, এমডি ও এডভাইসারকে একটি কক্ষে আটকে রাখা হয়েছে।


খবর পেয়ে ঘটনাস্থলে কলাবাগান থানা পুলিশের একটি টিম পৌঁছেছে। ওসি ইয়াসিন আরাফাত বলেন, বিষয়টি নিয়ে শিক্ষক ও সাইফুরস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসার প্রক্রিয়া চলছে।


ভুক্তভোগী এক শিক্ষক জানান, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সাইফুরসের ঢাকার ১৪টি শাখা ও ঢাকার বাইরের ২৪টি শাখার প্রায় সাড়ে চারশ’ শিক্ষকের বেতন বকেয়া রয়েছে। এর পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদেরও বেতন দেয়া হয়নি।


বিবার্তা/প্লাবন/সফিকুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com