শিরোনাম
চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
প্রকাশ : ২০ মে ২০১৭, ১১:৫০
চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ একাধিক দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি।শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বিভিন্ন পর্যায়ের শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।


শিক্ষকদের দাবিগুলো হলো- চাকরি জাতীয়করণ, বৈশাখী ভাতা চালু, পাঁচ শতাংশ প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা।


মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তার স্বপ্ন ছিল মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করার। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ আপনার বাবার অসমাপ্ত কাজ আপনি সমাপ্ত করবেন, এটাই আমাদের প্রত্যাশা।


বিবার্তা/প্লাবন/সফিকুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com