শিরোনাম
শিশু ধর্ষণ মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ২২:২০
শিশু ধর্ষণ মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিশু নির্যাতন ও ধর্ষণ মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।


বুধবার রাজধানীতে “বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে” বিচার বিভাগীয় কর্মকর্তাদের ‘রিফ্রেশার কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান। এর আগে প্রধান অতিথি হিসেবে রিফ্রেশার কোর্সের উদ্বোধন করেন আইনমন্ত্রী।


শিশু নির্যাতন ও ধর্ষণ মামলায় অভিযুক্তদের কম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রসিকিউশনকে আরো তৎপর হতে বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, শিশু নির্যাতন ও ধর্ষণ মামলায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে কেউ সাহস পাবে না।


তিনি বলেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল জেলা পর্যায়ে সরানোর বিষয়ে প্রধান বিচারপতির দেয়া বক্তব্য তার ব্যক্তিগত। এ বিচার জনগণের ইচ্ছার প্রতিফলন। সুপ্রিমকোর্ট এলাকা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরানোর বিষয়ে সুপ্রিমকোর্ট প্রশাসনের দেয়া চিঠির জবাব দেয়া হবে বলে তিনি জানান।


ইনস্টিটিউটের পরিচালক বিচারক খন্দকার মুসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com