শিরোনাম
রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দক্ষ জনশক্তির সুপারিশ
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ১৮:১৩
রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দক্ষ জনশক্তির সুপারিশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও পরিচালনায় প্রয়োজনীয় দক্ষ জনশক্তি তৈরি করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে দশম জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।


বুধবার সংসদ ভবনে কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে ১২তম বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তার অধীনস্থ দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরের অধীনে চলমান সব প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।


কমিটি সদস্য ইমরান আহমেদ, আয়েন উদ্দিন এবং নুরুল ইসলাম মিলন বৈঠকে অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বৈঠকে যোগদান করেন।


বৈঠকে সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে নতুন গবেষণা রিঅ্যাক্টর স্থাপন করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।


কমিটির পক্ষ থেকে বৈঠকের শুরুতে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কমিটিকে অভিনন্দন জানানো হয়।


বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাসেল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com