শিরোনাম
বৈদেশিক অনুদান রেগুলেশন বিল-২০১৬
এনজিও কার্যক্রম বাধাগ্রস্থ হবে না: আইনমন্ত্রী
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ১৫:০৭
এনজিও কার্যক্রম বাধাগ্রস্থ হবে না: আইনমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অাইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, এনজিও’র ওপর নিয়ন্ত্রণ আরোপের বিধান রেখে জাতীয় সংসদে পাস হওয়া ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল-২০১৬’র ফলে এনজিওগুলোর কার্যক্রম বাধাগ্রস্থ হবে না।


বুধবার দুপুরে সচিবালয়ে নেদারল্যান্ডসের মানবাধিকার বিষয়ক দূত কিস ভান বারের সাথে সাক্ষাত শেষে মন্ত্রী এ কথা জানান।


তিনি বলেন, নেদারল্যান্ডসের মানবাধিকার বিষয়ক দূত এনজিও'র ওপর নিয়ন্ত্রণের বিষয়টি অালোচনা করেছে। তবে অামরা জানিয়েছি এনজিও'র ওপর কোনো বিধি-নিষেধ অারোপ হয়নি। সরকার বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছে। ফলে এনজিও কার্যক্রম বাধাগ্রস্থ হবে না।


অাইনমন্ত্রী বলেন, তারা অামাদের কাছে সংবাদমাধ্যমের স্বাধীনতা বিষয়ে জানতে চেয়েছে। অামরা জানিয়েছি দেশের সংবাদমাধ্যমের স্বাধীনতা অক্ষুন্ন অাছে। সরকার সংবাদমাধ্যমের ওপর কোনো প্রকার হস্তক্ষেপ করছে না।


নেদারল্যান্ডসের মানবাধিকার বিষয়ক দূত কিস ভ্যান বার বলেন, ‘বাংলাদেশের সাথে অামাদের সম্পর্ক বহুদিনের। অাজ অামরা বাংলাদেশের মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, বাল্যবিবাহ ও এনজিও কার্যক্রম নিয়ে অালোচনা করেছি। তিনি (অাইনমন্ত্রী) অামাদের অাশ্বস্ত করেছেন এনজিও'র উপর কোনো নিয়ন্ত্রণ অারোপ করা হবে না।’


বিবার্তা/ রাসেল/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com