শিরোনাম
জেলা পরিষদ নির্বাচনের তফসিল নভেম্বরে
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১৭:১৮
জেলা পরিষদ নির্বাচনের তফসিল নভেম্বরে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী নভেম্বর মাসের মাঝামাঝি জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহনেওয়াজ। মঙ্গলবার ইসি তার কক্ষে সাংবাদিকদের এ কথা জানান।


তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচন দেয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে বৈঠক করে তফসিল ঘোষণা করা হবে।


উল্লেখ্য, এরই মধ্যে আগামী ২৮ ডিসেম্বর এ নির্বাচন করার ঘোষণা দিয়েছে সরকার।


অন্যান্য নির্বাচনের মতো জেলা পরিষদ নির্বাচনের তফসিল নির্বাচন কমিশনের ঘোষণার কথা থাকলেও আইন অনুযায়ী প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠানে সরকার তারিখ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে বলে জেলা পরিষদ আইনে উল্লেখ করা হয়েছে। সে অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের তারিখ গেজেট আকারে প্রকাশ করে কমিশনকে জানিয়ে দিয়েছে সরকার।


তিন পার্বত্য জেলা বাদে বাংলাদেশের ৬১টি জেলা পরিষদে ২০১১ সালের ১৫ ডিসেম্বর আওয়ামী লীগ নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। তাদের মেয়াদপূর্তিতে ২৮ ডিসেম্বর প্রথমবারের মতো এ নির্বাচন হবে।


বিবার্তা/মনোজ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com