শিরোনাম
হজ ফ্লাইটের টিকেট জটিলতা নিরসনে পদক্ষেপ
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১৭:১২
হজ ফ্লাইটের টিকেট জটিলতা নিরসনে পদক্ষেপ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হজ ফ্লাইটে টিকেট বুকিংয়ের জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।


মঙ্গলবার জাতীয় সংসদে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে ২০তম বৈঠকে এ সুপারিশ করা হয়।


বৈঠকে কমিটির ১৯তম বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন অগ্রগতি এবং ‘বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিল, ২০১৬’ পর্যালোচনা, হোটেল সোনারগাঁওয়ের বিভিন্ন অনিয়ম তদন্তে গঠিত ১নং সাব-কমিটির তদন্ত প্রতিবেদন অনুযায়ী গৃহীত পদক্ষেপ এবং রূপসী বাংলা হোটেলের সংস্কারকাজের অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়।


কমিটির পরবর্তী বৈঠকে অধিকতর আলোচনার পর ‘বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিল, ২০১৬’ রির্পোট চূড়ান্ত করার সুপারিশ করা হয়।


এছাড়াও রূপসী বাংলা হোটেলের সংস্কারকাজে চুক্তি অনুযায়ী যে সকল ঠিকাদার কাজ করতে পারেনি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সময়মতো কাজ সম্পন্ন করতে না পারলে তাদের প্রতিদিনের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা জরিমানা করার বিষয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।


কমিটি সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, তানভীর ইমাম, নজরুল ইসলাম চৌধুরী, আফতাব উদ্দীন সরকার ও সাবিহা নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।


বিবার্তা/রাসেল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com