শিরোনাম
‌সন্ত্রাস দমনে বাংলাদেশের জিরো টলারেন্স
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১৭:০৪
‌সন্ত্রাস দমনে বাংলাদেশের জিরো টলারেন্স
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জেনেভায় অনুষ্ঠিত ১৩৫তম আইপিইউ সম্মেলনে সোমবার দুপুরে থাইল্যান্ডের সাথে দ্বিপক্ষীয় সভায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেছেন, সন্ত্রাস দমনে বাংলাদেশ জিরো টলারেন্স নীতি মেনে চলছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।


তিনি বলেন, ১৯৭২ সালের আসিয়ানভুক্ত প্রথম দেশ হিসেবে থাইল্যান্ড কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার বিষয়টি গভীর কৃতজ্ঞতা সহকারে স্মরণ করছি।


বৈঠকের শুরুতেই ডেপুটি স্পিকার থাইল্যান্ডের রাজার মৃত্যুতে গভীর সমবেদনা জানান। তিনি আসিয়ানভুক্ত দেশ হিসেবে উভয় দেশের সম্পর্কের ওপর অধিকতর গুরুত্ব আরোপ করেন।


বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ-থাইল্যান্ড সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন জরুরি। BIMSTEC-এর আওতায় দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশসমূহের মধ্যে নিবিড় অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার বিষয়ে বাংলাদেশ এবং থাইল্যান্ডের ভূমিকা অপরিসীম।


বাংলাদেশ থেকে চিকিৎসার উদ্দেশ্যে গমনকারী রোগীদের সুবিধার্থে দো-ভাষী নিয়োগের বিষয়ে থাই সরকারকে অনুরোধ জানান ফজলে রাব্বি মিয়া।


সভায় থাইল্যান্ডের পক্ষে বিলাইভন সামপাটিসিরি (Mr. Bilaibhan Sampatisiri) নেতৃত্ব দেন। বাংলাদেশের পক্ষে অন্যান্যের মধ্যে আতিউর রহমান আতিক এমপি, আবুল কালাম আজাদ এমপি, নাসিমা ফেরদৌসি এমপি এবং এম.এ আউয়াল এমপি উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাসেল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com