শিরোনাম
শ্রীলঙ্কার বন্দর ব্যবহারে বিশেষ সুবিধা পাবে বাংলাদেশ
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১২:৫৮
শ্রীলঙ্কার বন্দর ব্যবহারে বিশেষ সুবিধা পাবে বাংলাদেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শ্রীললঙ্কার সমুদ্রবন্দর ব্যবহারে বাংলাদেশ বিশেষ সুবিধা পেতে যাচ্ছে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে প্রথমবারের মত অনুষ্ঠিত সচিব পর্যায়ের বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়। বৈঠক শেষে তিনি এ কথা জানান।


তিনি বলেন, দুই দেশের মধ্যে কোস্টাল শিপিং চলাচল চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। এর ফলে দুই দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজ দুই দেশের বন্দরে বিশেষ সুবিধা পাবে। পাশাপাশি শ্রীলঙ্কার বন্দরে বাংলাদেশি জাহাজ অগ্রাধিকার ‍ভিত্তিতে বার্থিং ট্যারিফ কনসেশন পাবে।


মন্ত্রীর বৈঠক শেষে দুই দেশের সচিব পর্যায়ে বৈঠক হয়। দুই দেশের ইতিহাসে প্রথমবারের মত অনুষ্ঠিত এই সচিব পর্যায়ের বৈঠক হয় নৌপরিবহন মন্ত্রণালয়ে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন নৌপরিবহন সচিব অশোক মাধব রায় এবং শ্রীলঙ্কার পক্ষে নেতৃত্ব দেন সে দেশের বন্দর ও নৌ সচিব এল পি জেয়ামপেথি।


বৈঠক শেষে বাংলাদেশের নৌসচিব জানান, সিঙ্গাপুর বন্দর হয়ে বাণিজ্যের ক্ষেত্রে সময় ও অর্থ বেশি ব্যয় হয় সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার বন্দর ব্যবহার করলে আমাদের সময় এবং অর্থ অপচয় কমানো যাবে। শ্রীলঙ্কা তাদের বন্দর ব্যবহারের জন্য বাংলাদেশকে এসব সুযোগ সুবিধা দেবে।


তিনি বলেন, চট্টগ্রাম ও কলম্বো বন্দরের মধ্যে ফিডার সার্ভিস চালু, সমুদ্রগামী জাহাজের লিজ ও ক্রয়, উভয় দেশের সরকারি ও বেসরকারি খাতের স্টেক হোল্ডারদের মধ্যে মতবিনিময়, শ্রীলঙ্কায় বাংলাদেশি নাবিকদের চাকরি ও প্রশিক্ষণ, ভিসা সহজীকরণসহ নানা বিষয়ে আলোচনা হয়।


বৈঠকে আরও উপস্থিত ছিলেন, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল রিয়াজ উদ্দিন আহমেদ, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুনীর চৌধুরী, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এমডি কমোডর এম হাবিবুর রহমান ভুইয়াসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


বিবার্তা/রাসেল/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com