শিরোনাম
ঝিনাইদহে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ০৮:৩৯
ঝিনাইদহে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতি গ্রাম এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ২ সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ৩ পুলিশ কনস্টেবল। ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র, ৫টি বোমা ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।


ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলা শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতী গ্রামে পুলিশের একটি টহল দল টহল দিচ্ছিল। এসময় ৩টি মটর সাইকেল দেখতে পেয়ে পুলিশ তাদেরকে থামানোর চেষ্টা করলে মটর সাইকেল আরোহী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ ও গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়। কিছুক্ষণ পর এক সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হলেও অপর ২ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় বুলবুল আহমেদ, আলমগীর হোসেন ও নাছিম নামে পুলিশের ৩ কনস্টেবল আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ২ টি শাটার গান, ২ রাউন্ড গুলি ও ৫ টি হাতবোমা উদ্ধার করে।


তিনি আরো জানান, সন্ত্রাসীরা কোন নাশকতামূলক কর্মকাণ্ড করতে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।


এদিকে, ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশ ও ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান নাসির উদ্দীন (৪৫) নামের এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। এ সময় পুলিশ কনস্টেবল সোহাগ ও আনসার সদস্য মনির আহত হন। মঙ্গলবার ভোর সাড়ে ৩ টার দিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার-তাহেরপুর রোডের সিরা জাংগাল মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।


কালীগঞ্জ থানার ওসি আমনুল ইসলাম জানান, সোমবার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মিঠাপুকুর গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান সাজাপ্রাপ্ত আসামি নাসির উদ্দীনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ৮টি ডাকাতি মামলা রয়েছে। মঙ্গলবার ভোর রাতে বারবাজার-তাহেরপুর রোডের সিরা জাংগাল মাঠের মধ্যে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে গেলে ডাকাত নাসির উদ্দীনের সদস্যরা পুলিশের উপর গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে ১২ রাউন্ড গুলি ছোড়ে। উভয়পক্ষের বন্দুক যুদ্ধের সময় পায়ে গুলিবিদ্ধ হয় আন্তঃজেলা ডাকাত দলের প্রধান নাসির উদ্দীন। এ সময় আহত হয় থানার কনস্টেবল সোহাগ ও আনসার সদস্য মনির হোসেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি সাটার গান, ১ রাউন্ড গুলি ও ২ টি দা উদ্ধার করে।


বিবার্তা/কোরবান/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com