শিরোনাম
ইয়েমেন থেকে পালিয়ে সৌদি সীমান্তে আটকা ৫ বাংলাদেশী
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ০৯:১০
ইয়েমেন থেকে পালিয়ে সৌদি সীমান্তে আটকা ৫ বাংলাদেশী
সৌদি আরব প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সৌদি আরবের সাথে ইয়েমেনের চলমান সংঘর্ষে ইয়েমেনে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের অনেকে জীবন বাঁচানোর তাগিদে পালিয়ে বেড়াচ্ছেন। ইয়েমেনের রাজধানী সানা থেকে পালিয়ে ১৫ দিন পূর্বে সৌদি আরবের ওয়াদীয়া সীমান্তে এসে আশ্রয় নিয়েছেন পাঁচজন বাংলাদেশী শ্রমিক। তারা হলেন মুখলেছুর রহমান, হারুন, আলাউদ্দিন, মনির ও আলম।


সানা থেকে পালিয়ে আসতে পারলেও বৈধ পাস না থাকায় সৌদি আরবে প্রবেশ করতে পারছেন না। বর্তমানে যেখানে তারা অবস্থান করছেন সেখানে কোনো খাবার না থাকায় অনাহারে অর্ধহারে দিন পার করছেন। তাদের সাথে সরাসরি যোগাযোগের মোবাইল নং 00966501351812


দেশে ফিরতে বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি উদ্যোগ গ্রহণ করার জন্য আকুল আবেদন জানিয়েছেন তারা।


এ প্রতিনিধি আটকেপড়াদের সাথে সরাসরি কথা বলে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে। এ ব্যাপারে জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর আজিজুর রহমান এবং কনসাল শ্রম মো. রেজাই রাব্বিকে বিষয়টি জানানো হলে তাঁরা জানান কনস্যুলেট বিষয়টি জেনেছেন এবং সৌদি বর্ডার গার্ডের সাথে যোগাযোগ করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে দেশে পাঠাতে কনস্যুলেটের চেষ্টা চলছে বলেও তারা আশ্বাস দিয়েছেন।


সৌদি বর্ডারে যুদ্ধ চলছে। তাই এই ৫জন বাংলেদশী খুব আতংকে দিন কাটাচ্ছেন। তাছাড়া কাছে কোন লোকালয় না থাকায় খাবার এবং পানির অভাবে দিন পার করতে হচ্ছে।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com