শিরোনাম
বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনের পূর্ণ বাস্তবায়ন দাবি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৭, ১৬:১২
বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনের পূর্ণ বাস্তবায়ন দাবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১-এর পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন ও গণমোর্চা।


রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১-এর পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় বাংলাদেশে ৮০ শতাংশ ভাড়াটিয়া বাড়ির মালিকদের হাতে জিম্মি ও সীমাহীন শোষণের শিকার।


বক্তারা আরো বলেন, এ আইন বাস্তবায়নের সঙ্গে সঙ্গে বাড়িভাড়া নির্ধারণে হাইকোর্ট নির্দেশিত কমিশন গঠন ও ঢাকা সিটি কর্পোরেশন নির্ধারিত বাড়ি ভাড়া রেট কার্যকর করতে হবে।


গণমোর্চার সমন্বয়কারী মোহাম্মাদ মাসুমের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের সভাপতি আশরাফ আলী হাওলাদার, জাগো বাঙালির চেয়ারম্যান মেজর (অব.) শেখ হাবিবুর রহমান, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহম্মেদ প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com