শিরোনাম
‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওরাঞ্চল প্লাবিত’
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৭, ১৪:৫২
‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওরাঞ্চল প্লাবিত’
বিবার্তা প্রতিবিদক
প্রিন্ট অ-অ+

পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের হাওর অঞ্চলের ওপর দিয়ে এবছর অতিরিক্ত পানি প্রবাহিত হয়েছে। আর এক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডোর কিছুই করার ছিল না। তবে হাওড় বাঁধ নির্মাণে কোনো দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


রবিবার সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবার স্বাভাবিক সময়ের আগে বৃষ্টি হয়েছে এবং অতিবৃষ্টি হয়েছে। অতিবৃষ্টিতে ও বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢল নেমে পানির প্রবাহ স্বাভাবিকের চেয়ে ৮.১ মিটার বেশি উচ্চতায় হয়েছে। আমাদের ৬.৫ মিটার পর্যন্ত বাঁধ দেওয়া আছে। সাধারণত এর ওপর দিয়ে পানি প্রবাহিত হয় না। এবার ৮.১ মিটার উচ্চতায় পানি প্রবাহ হওয়ায় হাওর অঞ্চলে পানি ছড়িয়ে পড়েছে। এ ছাড়া, পানির স্রোতে কিছু কিছু বাঁধ ভেঙেও গেছে।’


তিনি বলেন, গত বছর বাঁধ নির্মাণে কিছু অনিয়ম হয়েছে। সেক্ষেত্রে আমরা ৫০ শতাংশ পেমেন্ট আটকে দিয়েছি। এবছরও কোনো অনিয়ম হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খলিলুর রহমানের নেতৃত্বে একটি এবং পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মমতাজ উদ্দিনের নেতৃত্বে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি দুটি কাজ করছে।


পানিসম্পদমন্ত্রী আরও বলেন, ‘এ বছর নতুন বাঁধ নির্মাণ ও পুরাতন বাঁধ মেরামতের জন্য ৬০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২২ কোটি টাকা ছাড় করা হয়েছে। আর এ ২২ কোটি টাকার মধ্যে ৯ কোটি টাকা কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের আওতায়।’


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটি সংবাদপত্রে দেখেছি মেঘালয় থেকে আসা পানিতে ইউরেনিয়াম আছে। সেই পানি হাওরের পানিতে মিশে গেছে। তবে এটি সঠিক কিনা তা পারমাণু শক্তি কমিশন পরীক্ষা-নিরীক্ষা করছে। কমিশনের প্রতিবেদনের ওপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com