শিরোনাম
গুলশান লেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৭, ১২:০৩
গুলশান লেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর শাহজাদপুর-বারিধারা সংযোগ সড়কের গুলশান লেক পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে অভিযাগ শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।


অভিযানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, রাজউক চেয়ারম্যান বজলুর রহমান চৌধুরী উপস্থিত রয়েছেন।


এছাড়াও যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে।


প্রসঙ্গ, জনসাধারণের চলাচল উন্মুক্ত করতে এ অভিযান চলছে। দীর্ঘদিন ধরে এই রোডটির লেকপাড়ে অবৈধ স্থাপনা নির্মাণ করে বসবাস করে আসছিল দখলদাররা। এলাকার যানজট নিরসনে এলাকাটি উন্মুক্ত করার সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন।


বিবার্তা/প্লাবন/সফিকুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com