শিরোনাম
‘এবার নতুনের হাতে দায়িত্ব দিতে চাই’
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ১৪:০৭
‘এবার নতুনের হাতে দায়িত্ব দিতে চাই’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার বয়স সত্তর হয়ে গেছে। ৩৫ বছর দায়িত্ব পালন করে আসছি। আর কতো, এবার নতুন নেতৃত্ব আনতে হবে। জীবিত থাকতেই নতুনের হাতে আওয়ামী লীগের দায়িত্ব তুলে দিতে চাই।’


রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।


এ সময় সারা দেশের কাউন্সিলররা সমস্বরে ‘না’, ‘না’ বলে তার এ বক্তব্যের বিরোধিতা করেন এবং শেখ হাসিনাকেই মূল নেতৃত্বে থাকতে হবে বলে সাফ জানিয়ে দেন। তারা প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের পক্ষেও ‘জয়’, ‘জয়’ বলে স্লোগান দিতে থাকেন।


প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ করতে পারেনি। তাই আওয়ামী লীগকে আরও একবার ক্ষমতায় আনতে হবে। মানুষের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে। মানুষকে বোঝাতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হবে।


তিনি বলেন, আওয়ামী লীগের আজকের অবস্থান নিয়ে কেউ অবহেলা করতে পারবে না।শনিবার বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের অতিথিরা, যারা সম্মেলনে এসেছেন, তারা বক্তব্য দিয়ে গেছেন। তারা সবাই আওয়ামী লীগের প্রশংসা করে গেছেন, জয় বাংলা স্লোগান দিয়ে গেছেন।


তিনি আরও বলেন, জিয়াউর রহমানের সময় জয় বাংলা স্লোগান নিষিদ্ধ ছিল। সে সময় শুধু আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান দিতো। আজ সেই স্লোগান আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়েছে।


আজ সকাল ৯টা ৪০ মিনিটে কাউন্সিল অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা অধিবেশনেউপস্থিত রয়েছেন।


অধিবেশনে বিভিন্ন জেলার সাংগঠনিক নেতাদের বক্তব্য শেষে দলের গঠনতন্ত্র, ঘোষণাপত্র সংশোধনী অনুমোদনের পর নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। বর্তমান কমিটি ভেঙে দিয়ে আগামী তিন বছরের জন্য দলের কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি নির্বাচন করা হবে।


বিবার্তা/জাকিয়া/যুথি


>>‘নির্বাচনে জিততে মানুষের কাছে যেতে হবে’

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com