শিরোনাম
‘নির্বাচনে জিততে মানুষের কাছে যেতে হবে’
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ১০:৪৮
‘নির্বাচনে জিততে মানুষের কাছে যেতে হবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তৃতীয় দফা নির্বাচনে জয়ী হতে নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  রবিবার সকালে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। 

 

আজ সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনের কাজ শুরু করেন শেখ হাসিনা। এসময় তার সাথে ছিলেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। 

 

আওয়ামী লীগ সভাপতি কাউন্সিল অধিবেশনের শুরুতেই ২০১৯ সালের পরবর্তী নির্বাচনের জন‌্য দলকে প্রস্তুত করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ‘সামনে নির্বাচন। জনগণের কাছে যেতে হবে। তৃতীয় দফা নির্বাচনে জয়লাভ করতে হলে জনগণের দোরগোড়ায় যেতে হবে। উন্নয়নের কথা বলতে হবে।’

 

আর সেজন‌্য গত সাত বছরে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের চিত্র মানুষের কাছে তুলে ধরার ওপর জোর দেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘ব্যাপক প্রচার করতে হবে। জনগণকে বোঝাতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন হবে।’

 

বিগত সময়ে সরকারে থাকা বিএনপির কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘যারা মানি লন্ডারিং করে, মানুষ পুড়িয়ে মারে, যুদ্ধাপরাধীদের মদদ দেয়, তারা যেন ক্ষমতায় আসতে না পারে।’

 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ‌্যে তিনি ‘সততা’ দেখতে চান।

 

এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে আগত কাউন্সিলরা দ্বিতীয় দিনের এ অধিবেশনে যোগ দিয়েছেন। অধিবেশনে বিভিন্ন জেলার সাংগঠনিক নেতাদের বক্তব্য শেষে দলের গঠনতন্ত্র, ঘোষণাপত্র সংশোধনী অনুমোদনের পর নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। বর্তমান কমিটি ভেঙে দিয়ে আগামী তিন বছরের জন্য দলের কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি নির্বাচন করা হবে।

 

বিবার্তা/আছিয়া/নিশি

 

>> আ.লীগ সম্মেলনের দ্বিতীয় অধিবেশন চলছে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com