পদ হারালেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১১:০০
পদ হারালেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মন্ত্রণালয়ে নানা অনিয়মের অভিযোগের মুখে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।


মঙ্গলবার (২২ এপ্রিল) উপদেষ্টার দফতার থেকে তাকে অফিসে আসতে নিষেধ করা হয়েছে। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত বছরের ২ অক্টোবর তুহিন ফারাবীকে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। তার নিয়োগের অফিস আদেশে বলা হয়েছিল, তুহিন ফারাবীর এ নিয়োগ হবে অস্থায়ী। উপদেষ্টা যতদিন এ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত থাকবেন অথবা যতদিন তাকে এ পদে রাখার ইচ্ছা পোষণ করবেন ততদিন তিনি এ পদে বহাল থাকবেন। তাকে নিয়ে মন্ত্রণালয়ে নানা ধরনের অভিযোগ উঠেছে।


তুহিন ফারাবী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মেডিকেল দলের সদস্য।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com