
ছয় দফা দাবি আদায়ে আজ সারাদেশে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করবেন পলিটেকনিক শিক্ষার্থীরা।
এর আগে বুধবার সড়ক অবরোধ করে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
রাজধানীর তেজগাঁও এলাকায় বুধবার সকাল ১০টা থেকে সড়ক অবরোধ করে কারিগরি শিক্ষার্থীরা। তারা বিভিন্ন পোস্টার প্রদর্শন করেন এবং দাবির পক্ষে শ্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এদিকে কুমিল্লার কোটবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। ফেনীর রেলগেট এলাকায় রেলক্রসিংয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। একই দাবিতে খুলনায় চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তিন ঘণ্টা ধরে রূপসা এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন।
ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো মন্ত্রণালয়ে পৌঁছে দেয়া হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।’
রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে অবস্থান নিয়ে রেল ও সড়ক অবরোধ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এছাড়া সাভার, বরিশাল, বরগুনা ও দিনাজপুরেও রেল ও সড়কপথে বিক্ষোভ করেছেন তারা।
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে, ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল, জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন, কারিগরি শিক্ষা বোর্ডের দুর্নীতিবিরোধী পদক্ষেপসহ অন্যান্য দাবিও।
শিক্ষার্থীরা জানান, ‘আমাদের যৌক্তিক দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়েছে। তাই বাধ্য হয়েই আমরা রাজপথে নেমেছি।’
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]