ডাক বিভাগে যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি, উদ্বোধন আজ
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৯:২০
ডাক বিভাগে যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি, উদ্বোধন আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ডাক বিভাগের সেবার মানোন্নয়নে আজ যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি। দ্রুত সেবা নিশ্চিতে পোস্টম্যানদের দেওয়া হবে ইলেকট্রিক বাইক (ই-বাইক)।


মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকার জিপিওতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আনুষ্ঠানিকভাবে ই-বাইকের উদ্বোধন করবেন।


ডাক বিভাগ সূত্রে জানা গেছে, আধুনিক প্রযুক্তি ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে দেশের ডাক ও পার্সেল ডেলিভারি ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পোস্টম্যান বা রানারদের জন্য ই-বাইক বরাদ্দ দেওয়ার ফলে শহর থেকে গ্রামীণ অঞ্চল পর্যন্ত চিঠিপত্র ও পার্সেল পৌঁছাতে সময় যেমন কম লাগবে, তেমনি কর্মীদের কষ্টও লাঘব হবে।


এর আগে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার ব্যক্তিগত ফেসবুক আইডিতেও একই তথ্য জানান।


তিনি আরও জানান, ডাক বিভাগের কর্মদক্ষতা ও পরিসেবার মান বাড়াতে পোস্টাল ঠিকানার ডিজিটালাইজেশন ও জিও লোকেশন ম্যাপিং করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন বেসরকারি কুরিয়ার ও পার্সেল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই করার উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে।


আম পরিবহনে বিশেষ উদ্যোগ নেওয়া হবে জানিয়ে তিনি আরও উল্লেখ করেন, আসন্ন আম মৌসুমকে কেন্দ্র করে দেশের কৃষকদের উৎপাদিত আম দ্রুত ও নিরাপদে ভোক্তার কাছে পৌঁছাতে ডাক বিভাগের সেবা ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এক্ষেত্রে ডাক বিভাগকে কীভাবে কাজে লাগানো যায় তার পরিকল্পনা করা হচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com