প্রস্তুতি এখনই, নির্বাচনে ডিসিদের সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশ
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৭
প্রস্তুতি এখনই, নির্বাচনে ডিসিদের সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এখন থেকেই নির্বাচনের কর্মকাণ্ডে জেলা প্রশাসকদের জড়িত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।


ডিসিদের উদ্দেশে তিনি বলেন, আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব, আমাদের যত ক্ষমতা আছে। আপনারা আপনাদের ক্ষমতার সর্বোচ্চটা প্রয়োগ করবেন। ওপর থেকে কোনো চাপ আসলে সেটা সহ্য করব আমরা, আপনাদের কোন চাপের মধ্যে থাকতে হবে না।


মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী উদ্যানে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ অধিবেশনে এ কথা জানান তিনি।


সিইসি বলেন, নির্বাচনের দিন থেকে নয় এখন থেকে নির্বাচনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে যান। আপনারা যেখানে যাবেন, বিভিন্ন সভা-সমাবেশে সেখানেই বক্তব্যে একটা অংশ যেন নির্বাচন প্রসঙ্গে থাকে। অ্যাওয়ারনেস যেন থাকে, কারণ মানুষ তো নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। মানুষের ভোটের অধিকার সম্পর্কে যখন জনসচেতনতামূলক বক্তব্য রাখবেন, তখন এর একটা প্রভাব পড়বে।


ডিসিদের উদ্দেশে তিনি বলেন, আমরা যেমন নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে কাজ করছি, আপনারাও আমাদের সহযোদ্ধা। এটা হচ্ছে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার যুদ্ধ। এখানে আপনারা সহযোদ্ধা হিসেবে থাকবেন এবং এখন থেকে কাজ শুরু করে দেন। উনারা কথা দিয়েছেন সেভাবে কাজ করবেন।


সিইসি বলেন, আগে যেটা হয়েছে, নানাবিধ চাপ এসেছে আপনাদের ওপরে, আমি উনাদের নিশ্চিত করেছি, ওপর থেকে অবৈধ কোনো চাপ দেব না। আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব, আমাদের যত ক্ষমতা আছে। আপনারা আপনাদের ক্ষমতার সর্বোচ্চটা প্রয়োগ করবেন। অন্যায় কোনো চাপ আপনাদের ওপর দেব না। ওপর থেকে কোনো চাপ আসলে সেটা সহ্য করব আমরা, আপনাদের কোনো চাপের মধ্যে থাকতে হবে না। আইন অনুযায়ী, আপনাদের যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করবেন। অতীতে দেখেছি ক্ষমতাটা সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি, সুতরাং আমরা চাই আইনের সঠিক প্রয়োগটা করুক।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com