
চলছে ঋতু রাজ বসন্ত মাস। ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দিন ও রাতের তাপমাত্রা। এ অবস্থায় আগামী ৩ দিন সারাদেশে দিন ও রাতে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রবিবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, তাপমাত্রা বৃদ্ধি পেলেও সারা দেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এসময় শীতের অনুভূতি বেশি থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকবে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে ১০ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও বলেন, আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]