শিরোনাম
‘দেশে দারিদ্র্য বলে কিছু থাকবে না’
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ১৫:৩৯
‘দেশে দারিদ্র্য বলে কিছু থাকবে না’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালের মধ্যে ক্ষুধামুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। দেশে ‘দারিদ্র্য’ বলে কিছু থাকবে না। আওয়ামী লীগ জনগণের দল। জনগণের দায়িত্ব আমাদের। তাদের উন্নয়ন হবেই।


শনিবার দুপুর সোয়া ১টার দিকে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, দেশের দারিদ্র্য শূন্যের কোটায় নামাবো। প্রতিটি মানুষ সুশিক্ষায় শিক্ষিত হবে। কারিগরি শিক্ষা পাবে। পুষ্টিহীনতা দূর হবে। এছাড়া মাতৃত্বকালীন ভাতা দিচ্ছি। সুস্বাস্থ্যের অধিকারী হবে সবাই, ব্যবস্থা করা হবে সুপেয় পানির।


দরিদ্র মানুষের তালিকা তৈরি করতে এলাকার নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজ নিজ এলাকায় কতজন দরিদ্র, গৃহহারা, ঘর হারা, নিঃস্ব, হতদরিদ্র, বয়োবৃদ্ধ, প্রতিবন্ধী, তালিকা তৈরি করুন। আমরা বিনা পয়সায় ঘর তৈরি করে দেব।


দেশে নারীদের সমান অধিকার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কর্মক্ষেত্রে নারীদের সমান অধিকার। উচ্চ পর্যায়ে সব জায়গায় নারীর অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। বিশ্বে একমাত্র দেশ আমরা, যাদের সংসদে নেতৃত্বে চারজন নারী।


তিনি আরও বলেন, বাংলাদেশের মাটি সন্ত্রাসবাদে-জঙ্গিবাদে ব্যবহার হবে না। এ দেশের ভূখণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ড এবং প্রতিবেশী দেশের কোনো ক্ষতিতে ব্যবহার করতে দেবো না। সেতুবন্ধনের আর শান্তিপূর্ণ দেশ হবে আমাদের।


সমস্ত আন্তর্জাতিক যোগাযোগ উন্নত করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়- এই নীতিতে আমরা বিশ্বাস করি। স্বাধীনতার সুফল সবার ঘরে ঘরে পৌঁছে দেবো। ক্ষুধামুক্ত যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন তার বাস্তব রূপ নেবে।


বিবার্তা/জাকিয়া/যুথি


>>‘আমার এ বেঁচে থাকা অনেক কষ্টের’


>>স্বতঃস্ফূর্তভাবে চলছে আ.লীগের সম্মেলন


>>আ.লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com