শিরোনাম
'সচিবালয়ের পোড়া ভবন মেরামত করে ব্যবহার উপযোগী করা সম্ভব'
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৫
'সচিবালয়ের পোড়া ভবন মেরামত করে ব্যবহার উপযোগী করা সম্ভব'
বিবার্তা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সচিবালয়ের ৭ নম্বর ভবন মেরামত করে ব্যবহার উপযোগী করা সম্ভব বলে জানিয়েছেন সচিবালয়ে অবস্থিত ইডেন ভবন গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া।


সোমবার (৩০ ডিসেম্বর) আগুনে পুড়ে যাওয়া ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ধারণা ব্যক্ত করেন।


উপ-সহকারী প্রকৌশলী বলেন, বুধবার আগুন লাগার সঙ্গে সঙ্গেই আমরা গণপূর্তের লোকজন এসেছিলাম, আমাদের খুব বেশি দেরি হয়নি। ফায়ার সার্ভিসকে আমরা গণপূর্ত বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছি।


তিনি বলেন, ভবনটিতে মোটামুটি ছয়টি মন্ত্রণালয় রয়েছে। প্রতিটি ফ্লোরে ৪০ থেকে ৫০টি করে কক্ষ রয়েছে। চারটি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও পরিপূর্ণ কোথাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।


ভবনটি ব্যবহার উপযোগী থাকবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উচ্চ পর্যায়ে অনেক টিম এ পর্যন্ত তদন্ত করেছে। বিশেষজ্ঞ টিম যে মতামত দেবে সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। তবে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, ভবনটি মেরামত করা যাবে। বাকিটা তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে।


আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো ভবনটি গণপূর্তের কাছে হস্তান্তর করেনি জানিয়ে আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, যখন অ্যাসেসমেন্ট করে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন দেবে তখন আমরা বুঝতে পারব এটি সংস্কার করতে কতদিন লাগবে।


অগ্নিকাণ্ডের ক্ষেত্রে গণপূর্ত বিভাগের কোনো গাফিলতি বা অবহেলা ছিল না বলে দাবি করেন এ প্রকৌশলী।


বিবার্তা/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com