
শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা চালকসহ ৬ জন প্রাণ হারিয়েছেন।
রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতেরা হলেন, সিএনজি চালক লোকমান হোসেন, সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের মোখলেসুর রহমান ও তার স্ত্রী উম্মে কুলসুম, নকলা উপজেলার গণপদদী ইউনিয়নের কিংকরপুর গ্রামের মাইয়া তাসনিম মীম ও তার বড় ভাই কামরুজ্জামান বাবু। আরেক জনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিফাত পরিবহণ শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে এর চালকসহ ঘটনাস্থলেই ৫ জন মারা যান। এসময় স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে আরও এক নারী মারা যান। নিহতদের মধ্যে ৩ নারী ও এক শিক্ষার্থী রয়েছে। দুর্ঘটনার পরপরই বাস চাল পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করেছে পুলিশ।
শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম ৬ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবার্তা/জাহিদুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]