রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তায় প্রভাব ফেলছে: পররাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬
রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তায় প্রভাব ফেলছে: পররাষ্ট্র উপদেষ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রোহিঙ্গা সমস্যা সমাধান না হলে মিয়ানমারে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা থাকতে পারে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট এরই মধ্যেই আঞ্চলিক নিরাপত্তার ওপর মারাত্মক প্রভাব ফেলছে এবং খুব বেশি দিন চলতে দিলে তা আরও বাড়বে।


থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস সাঙ্গিয়াম্পংসার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এসব কথা বলেন।


শুক্রবার (২০ ডিসেম্বর) ব্যাংককের বাংলাদেশ দূতাবাস জানায়, ব্যাংককে থাই পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক আয়োজিত মিয়ানমার বিষয়ক অনানুষ্ঠানিক পরামর্শ সভার সাইডলাইনে তারা সাক্ষাৎ করেন।


বৈঠকে আসিয়ান সদস্য দেশগুলো রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের শেষ প্রত্যাবাসনের সময় তাদের নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে পরামর্শ দেন তৌহিদ হোসেন।


থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী অনানুষ্ঠানিক আলোচনায় অংশগ্রহণের জন্য বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং গঠনমূলক আলোচনার জন্য সন্তোষ প্রকাশ করেন। উভয় নেতাই অকপট ও সৌহার্দ্যপূর্ণভাবে মতামত ও পরামর্শ শেয়ার করার জন্য এই ধরনের অনানুষ্ঠানিক সংলাপের সুবিধা স্বীকার করেছেন।


তারা উভয়ে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে নিরবচ্ছিন্ন সংযোগের জন্য মিয়ানমারে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন বলে তারা সম্মত হন।


এছাড়া উভয় পক্ষের ব্যবসায়ী সম্প্রদায়ের ইচ্ছা অনুযায়ী থাই পররাষ্ট্রমন্ত্রী রণং এবং চট্টগ্রাম বন্দরের মধ্যে উপকূলীয় শিপিং ব্যবস্থা চালু করতে বাংলাদেশের সমর্থন চেয়েছেন।


আগামী জানুয়ারিতে বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ই ভিসা চালু হবে বলে বৈঠকে জানানো হয়। এছাড়া উভয়ে ভিসা সহজীকরণ নিয়েও আলোচনা করেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com