
ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষদের উষ্ণতা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। সব ঠিক থাকলে এসব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে। এ লক্ষ্যে ৮ বিভাগের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলায় তিন লাখ টাকা করে মোট ১৫ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আর্থিক বিধি-বিধান মেনে কম্বল কেনার নির্দেশনা দিয়ে এতে বলা হয়, জেলা প্রশাসকরা (ডিসি) তার অধিক্ষেত্রের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জরুরি ভিত্তিতে কম্বল কিনে দুস্থদের মাঝে বিতরণের বিষয়টি নিবিড়ভাবে তদারকি করবেন।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]