ভারত থেকে আলু আমদানি ছাড়া উপায় ছিলোনা: বাণিজ্য উপদেষ্টা
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৫
ভারত থেকে আলু আমদানি ছাড়া উপায় ছিলোনা: বাণিজ্য উপদেষ্টা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কৃষি, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ে যে তথ্য উপাত্তের যে ঘাটতি ছিল সেই ঘাটতিকে মোকাবেলা করার জন্য প্রতিবেশী দেশ ভারত থেকে আলু আমদানি করা ছাড়া উপায় ছিল না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন।


১৬ ডিসেম্বর, সোমবার দুপুরে সাভারের হেতায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগানার (সিইটিপি) পরিদর্শন শেষে ট্যানারির মালিকদের সাধে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।


বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন এসময় আরও বলেন, বাংলাদেশে ভারতের বাণিজ্য বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হয়েছে, এজন্য আলুর দাম মূল্য বৃদ্ধি পেয়েছে, এটা দুঃখজনক। বর্তমানে বাংলাদেশে পেঁয়াজ, সবজিসহ বিভিন্ন পণ্যের দাম কমেছে তবে চালের দাম ও তেলের দাম বেড়েছে শুধু দাম বাড়ছে কথাটা সঠিক নয় বলে জানিয়ে
তিনি আরও বলেন, ভারত, চায়না, পাকিস্তানসহ অন্যান্য দেশ থেকেও বাংলাদেশে পণ্য আমদানি করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, হাজারি বাগ থেকে সাভারে যখন ট্যানারি হস্তান্তর করা হয় তখন থেকে মালিকরা অনেক সমস্যায় ভুগছিলো কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সুফলটা উদ্যোক্তারা ঠিক মত পায় নি তাই আজকে আমরা পরিদর্শন করে সমস্যা কোথায় কোথায় জানার চেষ্টা করেছি মন্ত্রণালয় নানা উদ্যোগ হাতে নিয়েছে এবং আগামী কোরবানি ঈদকে সামনে রেখে ট্যানারির সকল সমস্যা সমাধানের চেষ্টা করছি।


এসময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আশিক চৌধুরী, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাউদ্দিন, নুরুজ্জামান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনে চেয়ারম্যান আশরাফ উদ্দিন খান, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপির) এমডি শাহনেয়াজ, ঢাকা হাইড এন্ড স্কিনর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ রশিদ ভুইয়া, বাংলাদেশ ফিনিস লেদার এন্ড ফুটওয়ার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আউয়াল নান্নু বিটিএর সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


বিবার্তা/বশির/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com