বোলিংয়েও দারুণ সূচনা বাংলাদেশের
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:৩১
বোলিংয়েও দারুণ সূচনা বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্যাট হাতে বছরের শেষ ওয়ানডেতে এসে ৩০০ ছাড়ানো স্কোর বাংলাদেশের। দিনটা ভালো যেতে পারে, সেই ধারণা দিয়ে রেখেছিলেন ব্যাটাররা। সেটা এরপর ধরে রেখেছে বোলিং ইউনিট।


নতুন বলে হাসান মাহমুদ আর নাসুম আহমেদ দুজনেই পেয়েছেন উইকেটের দেখা। ফিল্ডিং বিভাগও হতাশ করেনি। একটা রানআউট এসেছে। সঙ্গে আছে একটা ক্যাচও।


চলতি বছরে নিজের প্রথম ওয়ানডে খেলতে নেমেছিলেন হাসান মাহমুদ। সেই ওভারে এসেছেন ৫ রান। দ্বিতীয় ওভার করতে আসা নাসুম আহমেদের ওপর প্রথম বল থেকেই চড়াও হয়েছেন ব্র্যান্ডন কিং। ওভারের প্রথম পাঁচ বলে ২ চার ও ১ ছক্কা। কিন্তু ওভারের শেষ বলেই এলো উইকেট। নাসুমের ওভারের শেষ বলে ১ রান নিতে চেয়েছিলেন কিং। কিন্তু অ্যাথানেজ সাড়া দেননি। ততক্ষণে পিচের প্রায় মাঝপথে চলে এসেছিলেন কিং।


মিরাজের থ্রো ছিল মাপা। বাকি কাজ সারতে ভুল করেননি লিটন দাস। বাংলাদেশের প্রথম সাফল্য সেটাই। নিজের পরের ওভারেই নাসুম পেলেন দ্বিতীয় উইকেটের দেখা। স্টাম্প থেকে সরে এসে সুইপ করতে চেয়েছিলেন অ্যাথানেজ। তার ব্যাটকে ফাঁকি দিয়ে ফুল লেংথের বল সরাসরি স্টাম্পে।


অধিনায়ক শেই হোপ টিকতে পারেননি বেশি সময়। হাসান মাহমুদের করা অফ স্টাম্পের বাইরে বলে হিট করতে সময়ের গড়বড় করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। ফলাফল- প্রথম স্লিপে ক্যাচ দিলেন সৌম্য সরকারকে।


৩১ রানে ৩ উইকেট হারানোর পর ক্রিজে আছেন ক্যাসি কার্টি এবং শেরফাইন রাদারফোর্ড। যদিও খেলা তাদের থামাতে হয়েছে। বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ। এখন পর্যন্ত খেলা হয়েছে ৭.৪ ওভার। তাতে ৩ উইকেট হারিয়ে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৪৯ রান।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com