
অন্তর্বর্তী সরকারের উদ্যোগে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আগামী ৪ থেকে ৫ জানুয়ারির মধ্যে দেশে আসছে। নতুন বছরের জন্য খোলা বাজার থেকে ক্রয় করা এই তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রতি ইউনিটের দাম পড়বে ১৫.২ ডলার।
১১ ডিসেম্বর, বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এলএনজি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আজকে আমরা বিভিন্ন ধরনের সার কেনার অনুমোদন দিয়েছি। এলএনজি, মসুর ডাল, সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছি।
জানা যায়, সিঙ্গাপুরের কোম্পানি ভিটল এশিয়া আগামী ৪ থেকে ৫ জানুয়ারির মধ্যে এই দামে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সরবরাহ করবে। প্রতি ইউনিট ১৫ দশমিক ০২ ডলার হিসাবে এতে মোট খরচ হবে ৭০৮ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৮৮০ টাকা।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]