'কর ছাড় সুবিধা দেওয়ার পক্ষে নয় সরকার'
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১৬:১০
'কর ছাড় সুবিধা দেওয়ার পক্ষে নয় সরকার'
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অন্তর্বর্তী সরকার কর ছাড় সুবিধা দেওয়ার পক্ষে নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।


তিনি বলেন, স্বাধীনতার পর থেকে কর ছাড়ের যে সুবিধা দেওয়া হয়েছে, তা আর দেওয়ার পক্ষে নয় সরকার। এ মানসিকতা থেকে আমাদের বের হওয়া দরকার।


মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


এ সময় ভ্যাট আদায়ে পিছিয়ে পড়ার জন্য সব পক্ষের মানসিকতাকে দায়ী করে অর্থ উপদেষ্টা বলেন, ভ্যাট-ট্যাক্স না দিলে সামাজিক সুবিধা থেকে বঞ্চিত হন নাগরিকরা। তাই যার যার অবস্থান থেকে সবার ভ্যাট-ট্যাক্স দেওয়া উচিত।


তিনি বলেন, ৫০ বছর ধরে বহু শিল্প শারীরিক দিক থেকে বড় হয়ে গেছে। কিন্তু তারা নিজেদেরকে এখনও বড় ভাবতে পারে না, শিশু মনে করে। তাদের নাম আর বললাম না।


সালেহউদ্দিন আহমেদ বলেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে বেরিয়ে আসবে, যাকে বলে এলডিসি উত্তরণ হবে। তাই কর ছাড়ের এসব সুবিধা থেকে বেরিয়ে আসতে হবে, নিজেদের প্রতিযোগিতামূলক করে তুলতে হবে।


এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আব্দুল হক, এনবিআর সদস্য (মূসক নীতি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com