'দ্বিপাক্ষিক অর্থনৈতিক মন্দা বাংলাদেশ-ভারতকে প্রভাবিত করছে'
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৪০
'দ্বিপাক্ষিক অর্থনৈতিক মন্দা বাংলাদেশ-ভারতকে প্রভাবিত করছে'
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গত দুই তিন মাস ধরে চলা দ্বিপাক্ষিক অর্থনৈতিক মন্দা ভারত ও বাংলাদেশের উভয়কেই প্রভাবিত করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।


রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ৪০তম সার্ক চার্টার দিবস উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।


ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৌহিদ হোসেন বলেন, চলমান অচলাবস্থার কারণে ভারতের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত এ অচলাবস্থা কেটে যাবে বলে আশা করছি।


আগামীকাল সোমবার (৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র সচিব আসছেন জানিয়ে তিনি বলেন, তিনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। আশা করছি ফলপ্রসূ আলোচনা হবে।


সম্পর্কের বিষয়ে বাংলাদেশের নীতির পরিবর্তন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে হবে। ৫ আগস্টের আগে এবং পরে ভারতের সঙ্গে সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে বুঝতে হবে।


সার্ক বিষয়ে তিনি বলেন, এই জোটের কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পজিটিভ। সঠিক পদক্ষেপ নিলে আমাদের এ অঞ্চলের দরিদ্রতা কাটিয়ে ওঠা সম্ভব বলে তিনি মনে করেন।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com