শিরোনাম
‘আমার এ বেঁচে থাকা অনেক কষ্টের’
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ১৩:৫৪
‘আমার এ বেঁচে থাকা অনেক কষ্টের’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পঁচাত্তরে জাতির পিতা বঙ্গবন্ধুসহ পরিবারের ১৮ সদস্যকে হারিয়েছি। তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে যারা বাঁচাতে এসেছিলেন তাদেরও হত্যা করা হয়েছিল। আজ আমার এ বেঁচে থাকা অনেক কষ্টের এবং দুঃখের।


শনিবার আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শনিবার দুপুর ১টা ২০ মিনিটে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শনিবার সকাল ১০টা ৭ মিনিটে জাতীয় সম্মেলন উদ্বোধন করেন তিনি।


আওয়ামী লীগের এই সভাপতি বলেন, আওয়ামী লীগকে এগিয়ে নিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। কত মানুষ আঘাত পেয়েছেন, পঙ্গু হয়েছেন, দল করতে গিয়ে ত্যাগ স্বীকার করেছেন। তাদের অবদান অনেক।


তিনি বলেন, আজকের দিনে আমি মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা জানাই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতিও।


প্রধানমন্ত্রী আরও বলেন, সম্মেলনে যারা বিদেশ থেকে এসেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। তৃণমূল পর্যায় থেকে এসেছেন, অতিথিরা এসেছেন সবার প্রতি রইলো আমার শুভেচ্ছা। তাদের অংশগ্রহণে সফল হবে এবারের আয়োজন।


বিবার্তা/জাকিয়া/যুথি



>>স্বতঃস্ফুর্তভাবে চলছে আ.লীগের সম্মেলন


>>‘আ.লীগের মতো ত্যাগ পৃথিবীর কোনো দল করেনি’


>>আ.লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com