পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ জলবায়ু ন্যায্যতার দাবিতে ঢাকায় দিনব্যাপী এক সমাবেশের ঘোষণা দিয়েছে। সে অনুযায়ী, আগামী শনিবার ও রবিবার (৭ ও ৮ ডিসেম্বর ) রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৪।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজক কমিটি ও ধরা’র সদস্য সচিব শরীফ জামিল।
তিনি বলেন, দুই দিনব্যাপী এ সমাবেশের উদ্দেশ্য হলো জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত জনগণের অধিকার রক্ষার জন্য পরিবেশগত ন্যায্যতার আন্দোলনকে আরও শক্তিশালী করা। এ সমাবেশের মাধ্যমে, জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকির মুখে থাকা জনগণের সমস্যা এবং তাদের অধিকার নিয়ে আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি করা হবে। এতে দেশবিদেশের পরিবেশবিদ, জলবায়ু কর্মী, নীতিনির্ধারক এবং স্থানীয় কমিউনিটির নেতারা অংশ নিয়ে জলবায়ু ন্যায্যতা এবং পরিবর্তনশীল পরিবেশের মধ্যে সমাধান এবং পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন।
তিনি আরও বলেন, ৭ ডিসেম্বর (শনিবার) সকাল ১০ টায় সমাবেশের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
সম্মেলনটি আয়োজনের লক্ষ্যে ড. মুজিবুর রহমান হাওলাদারকে আহ্বায়ক ও ধরা’র সদস্য সচিব এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিলকে সদস্য সচিবের দায়িত্ব দিয়ে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি কাজ করছে, যা সাতটি ওয়ার্কিং গ্রুপ গঠনের মধ্য দিয়ে সম্মেলনকে প্রস্তুত করছে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]