প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার একটি স্বচ্ছ নীতিমালা প্রণয়ন করবে যাতে বিমানবন্দর ত্যাগ এবং দেশে ফেরার সময় কেউ হয়রানির শিকার না হন।
২৪ নভেম্বর, রবিবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘অনেক ক্ষেত্রে, ব্যাঙ্কগুলো কারো বিদেশ যাওয়া বন্ধ করার জন্য অনুরোধ করে। অনেক ক্ষেত্রে আদালতের আদেশ রয়েছে। সে কারণেই বিষয়টিকে স্বচ্ছ নীতির আওতায় আনা হবে যাতে সমস্ত নাগরিক জানতে পারে যে বিদেশ গমনে ব্যাঙ্কের নোটিশ থাকার কারণে কেউ বিদেশ যেতে পারবেনা।
রবিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এই নিয়মিত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কাউকে বিদেশ যেতে বাধা দেয়ার বিষয়টি একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনা হবে।
প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ক্ষমতাচ্যুত সরকার ভিন্নমত পোষণকারী ব্যক্তি ও রাজনীতিবিদদের একটি তালিকা ইমিগ্রেশন অফিসে পাঠিয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের বিদেশে যাওয়া ও দেশে ফিরে আসা বন্ধ করতে বলেছে।
সম্প্রতি হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হয়রানির ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, কেউ যাতে বিদেশ যাওয়া ও দেশে ফেরার সময় হয়রানির শিকার না হয় সেজন্য সরকার সচেতন রয়েছে। বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে দীর্ঘ তালিকা হালনাগাদ করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে আজাদ বলেন, সরকার নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করেছে এবং রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ দিয়েছেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার গুজব প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা করছে এবং সকলের সহযোগিতা চেয়েছে উল্লেখ করে সরকারের পক্ষে একা গুজব প্রতিরোধ করা খুবই কঠিন। প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]